দক্ষিণে অ্যান্টার্কটিকা, পূর্বে প্রশান্ত মহাসাগর পেরিয়ে চিলি ও পশ্চিমে ‘জ্যেষ্ঠভ্রাতা’ অষ্ট্রেলিয়ার মাঝে দু’টি দ্বীপে এখন বসন্তের প্রথম আভাস। ও দিকে, উত্তর গোলার্ধে শরতের নীল আকাশের ভাসমান মেঘ কৈলাসে পৌঁছে মাকে মনে করিয়ে দেয়— পুত্রকন্যা-সহ বাপের বাড়ি যাওয়ার সময় এগিয়ে এল যে!